কর্কট রাশি – আজ জ্ঞান বৃদ্ধির যোগ রয়েছে। আটকে থাকা কাজে গতি আসবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আজ দূরে কোথাও ট্রাভেল করতে পারেন। জীবন সাথী বা লাভ পার্টনারের ব্যবহারে কষ্ট পেতে পারেন আপনি।
স্বাস্থ্য ভালো থাকবে। অফিসিয়াল কারণে বা আনঅফিসিয়াল কারণে ট্রাভেল করতে হতে পারে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন শুভ সংখ্যা হল ৫।
সিংহ রাশি – আজ বিনিয়োগ করতে যাবেন না। কাউকে টাকা ধার দিতে যাবেন না বা কারো থেকে টাকা ধার নিতে যাবেন না। ব্যবসায় আজ কনফিডেন্ট বাড়বে এবং লাভ হবে। কাজের জায়গায় কিছু পরিবর্তন করার কথা ভাবতে পারেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে কোন প্ল্যান আপনি করতে পারেন। ছাত্রছাত্রীরা লাগাতার প্রয়াস করার মাধ্যমে লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রঙ হল হলুদ এবং শুভ সংখ্যা হল ২।
কন্যা রাশি – আজ জ্ঞান বৃদ্ধির যোগ রয়েছে। মনে রাখার ক্ষমতায় বৃদ্ধি হবে। ব্যবসায় লাভ পাবেন আপনি। সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। স্মার্ট ওয়ার্ক করার কারণে কাজের জায়গায় লাভ পাবেন আপনি।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে খরচে বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রমের ফল পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ১।