কর্কট রাশি – আজ ভালো কাজের মাধ্যমে অন্যদের মন জয় করতে পারবেন। ব্যবসায় আর্থিক সমস্যা কমবে। বিনিয়োগ করার প্ল্যান আপনি করতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা লিভার ও কিডনি জনিত সমস্যা রয়েছে তারা সচেতন থাকুন।
পরিবারে হাসি খুশির বাতাবরণ আপনাকে বজায় রাখতে হবে। জীবন সাথী বা লাভা পার্টনারকে বোঝার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ২।
সিংহ রাশি – আজ শান্ত থাকার চেষ্টা করুন। ব্যবসায় হার্ডওয়ার এবং স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে লাভ পাবেন আপনি। ইনকামে বৃদ্ধি হবে। কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে আজ। তবে আজ কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে।
জ্বর, ঠান্ডা লাগা ইত্যাদি দেখা দিতে পারে আজ। দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার নিয়ে আজ টেনশন হতে পারে। আজ
আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।
কন্যা রাশি – আজ নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগাতে চেষ্টা করুন। ব্যবসায় আজ বিনিয়োগ করা যাবেন না। কাজের জায়গায় আজ দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। আপনি পাবেন না। অলসতা ত্যাগ করুন। ব্যবসা সংক্রান্ত কোনো ট্রাভেল করার প্ল্যান থাকলে তা বাতিল হতে পারে। দাম্পত্য জীবনে লাভ লাইফে জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে আজ আর্গুমেন্ট করতে যাবেন না। পরিবারে নিজের রাগকে কন্ট্রোল করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ১।