কর্কট রাশি (Cancer Horoscope) – আজ কর্তব্য পালন করতে চেষ্টা করুন। নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে। কাজের জায়গায় সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে আপনাকে।
আজ কারোর থেকে টাকা ধার করতে যাবেন না বা কাউকে ধার দিতে যাবেন না। ব্যবসায় আজ লাভ করতে পারেন আপনি। পরিবারে শান্তির বাতাবরণ বজায় রাখতে হবে। চোখের সমস্যা বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৫।
সিংহ রাশি (Leo) – নতুন নতুন লোকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কাজের জায়গায় লিডারশিপ কোয়ালিটি দেখাতে চেষ্টা করুন। অলসতা দূর করতে হবে আপনাকে। ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন। আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কাজের জায়গায় নিজের ভুল আগে শুধরে নেওয়ার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং রইল মেরুন এবং শুভ সংখ্যা হল ১।
কন্যা রাশি (Virgo Ajker Rashifal) – ক্যারিয়ারে উন্নতি হবে বলা যায়। নতুন কিছু প্রয়াস করতে চাইলে করতে পারেন। ব্যবসায় অহংকার করতে যাবেন না। বিনিয়োগের মাধ্যমে লাভ করতে পারেন।
পারিবারিক দৃষ্টিকোণ থেকে দিনটি ভালো যাবে বলে যায়। পরিবারে কোনো শুভ সংবাদ পেতে পারেন আপনি। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ২।