কর্কট রাশি – কিছু ইনোভেটিভ আইডিয়া আসতে পারে। কনস্ট্রাকশন, ইলেকট্রনিক, মাইনিং, মেশিনারি, কম্পিউটার, সফটওয়্যার ইত্যাদি ব্যবসায় যারা রয়েছে তারা লাভ পাবেন। কাজের জায়গায় পরিশ্রমের ফল পাবেন শীঘ্রই।
শুভ কাজের প্ল্যান করে ফেলতে পারেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা করতে যাবেন না। পরিবারের সমস্যা থাকলে দূর হবে আজ আপনার জন্য শুভ রঙ হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৩।
সিংহ রাশি – খরচ কম করতে চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তারা সতর্ক থাকুন। অধিক লাভের জন্য কোন ভুল পদক্ষেপ নেবেন না। আজ নতুন কিছু শুরু করা ঠিক হবে না।
কাজের জায়গায় নেগেটিভ বাতাবরণ বজায় থাকবে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ছোট কোনো বিষয়েও ঝামেলা হতে পারে। আজ আপনার জন্য শুভ রঙ হল হলুদ এবং শুভ সংখ্যা হল ৩।
কন্যা রাশি – ইনকাম বাড়াতে চেষ্টা করুন। ইনোভেটের কিছু আইডিয়া পেতে পারেন আপনি। ব্যবসার প্রসারের জন্য চেষ্টা করতে পারেন। আগের জায়গায় নতুন কিছু শুরু করতে চাইলে করতে পারেন। কাজের ক্ষেত্রে বসবা আধিকারিকদের সাহায্য অ প্রশংসা পাবেন আপনি। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৫।