কর্কট রাশি – সম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদ থাকলে তা দূর করতে হবে আপনাকে। কাজের জায়গায় সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে চেষ্টা করুন। ব্যবসায় আত্মবিশ্বাসের অভাব থাকবে আজ।
সমস্ত কাজে খুশি বজায় রাখতে হবে আপনাকে। পরিবারে কারোর স্বাস্থ্যে অবনতি হতে পারে। কোনো রোগ আসুক জনিত খবর পেতে পারেন? অত্যধিক ক্রোধ বা রাগ দেখানো থেকে দূরে থাকুন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি – আজ দিনের বেশিরভাগ সময় মৌন থাকতে চেষ্টা করুন। কাজের জায়গায় কারোর ভুল ধরার চেয়ে নিজে কিছু ভুল করছেন কিনা সেদিকে নাজর দিন। ব্যবসায় আটকে থাকা কাজে গতি আসবে।
কোন পারিবারিক সদস্য আপনার উপর রেগে থাকলে তা মিটমাট করার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল সিলভার এবং শুভ সংখ্যা হল ৮।
কন্যা রাশি – আজ কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করতে যাবেন না। নতুন কোনো সম্পর্কে জড়ালে তাতে আজ ঠকতে পারেন। কাজের জায়গায় সম্পূর্ণ ফোকাস করতে চেষ্টা করুন।
ব্যবসায় আজ কিছুটা চিন্তা বাড়তে পারে আপনার। প্রেমের ক্ষেত্রে আজ মতভেদ বাড়তে পারে। কোন রোগ অসুখ থাকলে তাকে হালকা ভাবে নেবেন না। আজ আপনার জন্য শুভ রং হল অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৬।