মেষ রাশি (Aries Ajker Rashifal) : আজ সামাজিক স্তরে আপনার পরিচয় আরও বৃদ্ধি পাবে।
ব্যবসা: ব্যবসায় আজ যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ, প্রবীন বা আপনার পরামর্শদাতাদের সঙ্গে কথা বলুন। নতুন সুযোগ আজ আসবে আপনার সামনে। তাকে গ্রহণ করে চ্য়ালেঞ্জ নিন। তাহলে আপনি আপনার শক্তি ক্ষমতা প্রদর্শন করতে পারবেন। ।
চাকরি: কাজের জায়গায় আজ আপনার দিন বেশ ভাল যাবে। এমনকি প্রমোশন বা বেতন বৃদ্ধির মতো বিষয় নিয়ে আশোর আলো দেখা যেতে পারে। আপনার প্রতিদ্বন্দ্বীদের দিকে নজর রাখুন। কিন্তু শুধু তাঁদের দিকেই তাকিয়ে বসে থেকে সময় নষ্ট করবেন না। পেশাগত জীবনে আপনার পক্ষে ফল আসবে। ।
পরিবার: প্রেম ভালবাসার বিষয়ে প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর অচরণ আপনাকে খুশি করবে।
শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীদের ক্ষেত্রে আজ সাফল্য লুকিয়ে আছে আপনাদের লাগাতার প্রয়াসের মধ্যে।
স্বাস্থ্য: স্বাস্থ্য আজ মোটের উপর ঠিকই থাকবে। যেমন খাওয়া দাওয়া করবেন ছুটির দিনে তেমন ফল পাবেন। অর্থাৎ উল্টোপাল্টা খাওয়া দাওয়া হলে ভুগতে হতে পারে। আজ আপনার জন্য শুভ রং কমলা এবং শুভ সংখ্যা হল ২।