মেষ রাশি (Aries Horoscope) : আজ আর্থিক দিকে নজর দিন। ধন সম্পদের বিষয়ে মাথা ঘামান। আপনার হাতে কত টাকা আছে। আরও অর্থ কী ভাবে উপার্জন করা যায়। খরচ এবং ঋণ কী ভাবে আপনি মেটাবেন। আর্থিক দিয়ে দিয়ে সব রকম ভাবে চিন্তা ভাবনা করুন আপনারা। সামাজিক স্তরে আজ আপনি বেশি কাজ করার ফলে ক্লান্ত অনুভব করবেন।
ব্যবসা: ব্যবসায়ীদের আজ সেই সব দিকে বেশি করে নজর দিতে হবে যেখান থেকে ভাল কম আসছে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তাহলেই আপনি সাফল্যের সঙ্গে আয় বাড়াতে পারবেন।
চাকরি: কাজের জায়গায় আপনি নিজের বসকে ইম্প্রেস করতে সফল হবেন আজ। ফলে সার্বিক ভাবে আপনার দিন ভাল যাবে। আজ আপনি পরিশ্রম করলে তার থেকে বেশি ফল পাবেন।
পরিবার: পরিবারের সঙ্গে সুর তাল লয় রেখে চললে আপনার দিন ভাল যাবে। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে প্রেমের কথা হবে। সার্বিক ভাবে আজ আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবন বেশ ভাল কাটবে।
শিক্ষা: খেলোয়াড় শিল্পী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ মানসিক কিছু সমস্যা বিড়ম্বনা দিতে পারে। আজ আপনার মন কিছুটা বিচলিত থাকবে। সেই মতো নিজের কাজের পরিকল্পনা করুন।
স্বাস্থ্য: স্বাস্ব্য আজ আপার মোটের উপর ভাল যাবে। বিশেষ সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না।