মেষ রাশি – পরিবার সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। চাকরির জায়গায় কোনরকম বাদ বিবাদে যাবেন না। ব্যবসায় দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। ব্যবসায় স্মার্ট ওয়ার্ক করতে চেষ্টা করুন। আপনার কথায় কেউ কষ্ট পেতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৮।
বৃষ রাশি – আজ কাজের জায়গায় টিম বানিয়ে কাজ করতে চেষ্টা করুন। কাজের জায়গায় নতুন কোম্পানি থেকে অফার পেতে পারেন। কোথাও কাজের জন্য আবেদন করতে চাইলে করা যেতে পারে।
কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৩।
মিথুন রাশি – নৈতিক মূল্য পালন করতে হবে আপনাকে। নিজের কর্তব্য পালনে সচেষ্ট থাকুন। গুরুত্বপূর্ণ নথিপত্র সামলে রাখার চেষ্টা করুন। ব্যবসায় পরিশ্রম করলে তবে লাভ পাবেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভালো সময় কাটাতে পারবেন আপনি। পরিবারে কথা বলার সময় সংযত থাকতে হবে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৯।