মেষ রাশি (Aries Ajker Rashifal) – আর্থিক ক্ষেত্রে সচেতন থাকুন। দিনটি পজিটিভ থাকবে। কাজের জায়গায় বস বা আধিকারিক আপনার কাজ নোটিশ করতে পারে।
আজ কেউ পরামর্শ না চাইলে দিতে যাবেন না। ট্রাভেল করার সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৪।
বৃষ রাশি (Taurus Ajker Rashifal) – বিনিয়োগ করতে চাইলে করা যেতে পারে। রিলেশনশিপে কারোর পরামর্শে লাভ পাবেন। কাজের জায়গায় দিনটি ভালো থাকবে। ছাত্র-ছাত্রীরা নতুন কোনো সুযোগ পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ২।
মিথুন রাশি (Gemini AJker Rashifal) – নতুন সম্পর্ক তৈরি হতে পারে। কাজের জায়গায় সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে চেষ্টা করুন। শ্বাসের সমস্যা, রক্তচাপ নিজের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।
পরিবারে কারো সঙ্গে বাদ বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে কিছু সমস্যা আসতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৬।