মেষ রাশি (Aries Rashifal) – ব্যবসায় খরচ বাড়তে পারে। ব্যবসায় দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। কোন কাজে তাড়াহুড়ো করা ঠিক হবে না। কোন কারনে মন খারাপ থাকতে পারে।
কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করতে যাবেন না। দূরে কোথাও ট্রাভেল করতে হতে পারে। জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।
বৃষ রাশি (Taurus Horoscope) – দাম্পত্য জীবনে জীবন সাথী, লাভ পার্টনার বা ব্যবসায়ী পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ব্যবসায় লাভ পাবেন। আইডিয়াকে কাজে লাগাতে পারবেন। চাকরির জায়গায় দিনটি ভালো থাকবে।
আইন বিরোধী কোন কাজ করতে যাবেন না। কাজের জায়গায় অধিক কাজের চাপ থাকবে। লাভ পার্টনার বা লাইফ পার্টনারের সঙ্গে রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৮।
মিথুন রাশি (Gemini Rashifal) – মানসিক চিন্তা কমবে। ব্যবসায় লাভ পাবেন। কাজের জায়গায় টার্গেট পূরণ করতে পারবেন। আজ ফোকাস থাকলে ক্যারিয়ারে গ্রোথ সম্ভব হবে। স্বাস্থ্য ভালো থাকবে বলা যায়। আজ আপনার জন্য শুভ রং রইল সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।