মেষ রাশি (Aries Rashifal) – আজ অহংকার ত্যাগ করতে হবে আপনাকে। আটকে থাকা কাজে গতি আসবে। কাজের জায়গায় অধিক কাজ করতে হতে পারে। অলসতা ত্যাগ করতে হবে আপনাকে। আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়বে। আজ চোখের কোন সমস্যা হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৮।
বৃষ রাশি (Taurus Horoscope) – খরচ কম করতে চেষ্টা করুন। ব্যবসায় আজ নতুন নতুন গ্রাহক পেতে পারেন। নতুন কোন ইনকাম সোর্স তৈরি হতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন। কাজের জায়গায় কিছু পরিবর্তন করতে চাইলে করা যেতে পারে।
স্বাস্থ্য নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনভাবেই পুরনো কথা নিয়ে আলোচনা করতে যাবেন না। আজ আপনার জন্য শুভ রং হল কালো এবং শুভ সংখ্যা হল ৭।
মিথুন রাশি (Gemini Rashifal) – আচমকা আর্থিক লাভ হতে পারে। আটকে থাকা কাজে গতি আসবে। ব্যবসায় সমস্ত কাজ নিজের তত্ত্বাবধানে করতে হবে আপনাকে। কাজের জায়গায় বস বা আধিকারিকদের সাহায্য পাবেন আপনি।
জাঙ্ক ফুড খাবেন না। পরিবারে কারো সঙ্গে বাদ-বিবাদ থাকলে তা দূর করতে হবে। দাম্পত্য জীবনেও লাভ লাইফে ভালো সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং রইল বেগনি এবং শুভ সংখ্যা হল ১।