মেষ রাশি – আজ নতুন নতুন জিনিস জানার পাশে চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসায় যাতে কোন ভুল না হয় সেদিকে নজর দিন। সময় অপচয় করতে যাবেন না। কাজের জায়গায় কোন খারাপ খবর পেতে পারেন।
পরিবারের সকলের সঙ্গে নম্র ব্যবহার করতে চেষ্টা করুন। আজ কারোর সঙ্গে রাজনীতি করতে যাবেন না। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে বাদ বিবাদ এর সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য শুভ রঙ হল কালো এবং শুভ সংখ্যা হল ৪।
বৃষ রাশি – যে কাজে অতিক লাভ পাবেন সেই কাজ করতে চেষ্টা করুন। ব্যবসায় মার্কেটিং এর দিকে বিশেষ নজর দিন। কাজের জায়গায় স্কিল বাড়তে পারে। আপনার আইডিয়াকে কাজে লাগিয়ে লাভ পাবেন।
পারিবারিক বাদ বিবাদ দূর করতে চেষ্টা করুন। ছাত্রছাত্রীরা স্মার্ট স্টাডি করার মাধ্যমে লাভ পাবেন। আজ সাবধানে চলাফেরা করবেন, অন্যথায় চোট বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ১।
মিথুন রাশি – আজ কারোর সঙ্গে বাদ বিবাদ দেখা দিতে পারে। ব্যবসায় আপনার যারা স্টাফ রয়েছে তাদের মোটিভেট করতে চেষ্টা করুন। কাজের জায়গায় বিরোধীদের থেকে দূরে থাকুন। পরিবারের কারোর কোন সমস্যা থাকলে দূর করতে হবে আপনাকে।
গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন। জীবন সাথী ও লাভ পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে। আজ আপনার জন্য শুভ রং হল সাদা এবং শুভ সংখ্যা হল ৮।