মেষ রাশি (Aries) – আজ শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ হতে পারেন। অনলাইন কোন কাজে টেকনোলজি সংক্রান্ত বাধা আসতে পারে। এই ব্যাপারে অন্য কোন বিকল্প সন্ধান করে রাখুন। ব্যবসার কাজে অর্থের অভাব ঘটবেনা। অফিসের কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পারবেন।
নতুন চাকরির আবেদন করা শুভ হবে। আজ কোন সুখবর পেতে পারেন। দাম্পত্য বা প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। শিক্ষার্থীদের কাজে মনোযোগ কম থাকবে। শরীরে ব্যথা বেদনা আজ বাড়তে পারে। আজ আপনার শুভ রং হল বেগুনী এবং শুভ সংখ্যা হল ১।
বৃষ (Taurus) আজ আকস্মিক অর্থলাভ বা বিশেষ কারোর সাথে সাক্ষাৎ আপনার দিনকে সফল করতে পারে। ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে আজ ধার করতে হতে পারে। দুপুর পর্যন্ত কাজে বাধা এলেও পরে ঠিক হয়ে যাবে। অফিসের কাজ নিয়ে অত্যধিক চাপ নেবেন না।
দাম্পত্য বা প্রেম জীবনে রোম্যান্স বাড়ানোর দায়িত্ব আপনাকেই নিতে হবে। শিক্ষার্থীরা বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করে লাভ পাবেন। শারীরিক ভাবে অস্থির বোধ করলে আজ ধ্যান বা মেডিটেশন করে লাভ পাবেন। আজ আপনার শুভ রং হল কমলা এবং শুভ সংখ্যা হল ৬।
মিথুন রাশি (Gemini Rashifal) – প্রপার্টি সংক্রান্ত ঝামেলার আজ মীমাংসা করতে পারেন। ব্যবসায় সঠিক কর্মীর অভাবে কাজে সাফল্য পেতে সমস্যা হতে পারে। খরচে লাগাম না দিলে মুশকিলে পড়তে পারেন। অফিসে কাজের ব্যাপারে বাধা আসতে পারে।
সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার ভুলের জন্যে সমস্যা হতে পারে। লাইফ পার্টনার বা লাভ পার্টনারের ব্যবহারে কিছু পরিবর্তন দেখতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় রাখতে কিছু ত্যাগ করতে হবে।
শিক্ষার্থীরা পরিবার থেকে বাধা পেতে পারেন। তাই কোন কাজে তাড়াহুড়ো করবেন না। আজ আপনার শুভ রং হল নেভি ব্লু এবং শুভ সংখ্যা হল ৪।