মেষ রাশি – ধার্মিক কাজে রুচি বাড়বে। জোস বা উৎসাহ বজায় থাকবে। যাদের আজকে কাজের জায়গায় যেতে হবে তারা টিম ওয়ার্ক করতে চেষ্টা করুন। ব্যবসায় লাভ হবে বলা যায়। নতুন কাজের অফার পেতে পারেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে পজেটিভ থাকতে পারবেন। পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৫।
বৃষ রাশি – আজ পরিবারের তরফ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোন সমস্যা আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় বাধা পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন চেষ্টা করুন।
কাজের জায়গায় আজ কিছু ভুল হতে পারে। আজ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে চিন্তাভাবনা করুন। রিলেশন শিপে আজ তিক্ততা বাড়তে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে বিশ্বাস ও ভরসা রাখার চেষ্টা করুন।
ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারবেন। আজ অফিসিয়াল কারণে বা আনঅফিসিয়াল কারনে ট্রাভেল করতে হতে পারে। তবে দরকারি জিনিস সামলে রাখতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল সিলভার এবং শুভ সংখ্যা হল ৩।
মিথুন রাশি – আজ সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। মিষ্টিমুখ বজায় রাখতে হবে আপনাকে। ব্যবসায় কোন বড় ডিল পেতে পারেন। ব্যবসায় নতুনত্ব আনতে পারেন আপনি।
নিজের কাজে মন দিতে হবে আপনাকে। কাজের জায়গায় সিনিয়রদের সাপোর্ট পাবেন। যারা চাকরি খুজছিলেন তারা লাভ পাবেন। আগামী দিনের জন্য পরিবারে প্ল্যান করতে পারেন।
বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। জীবন সাথী বা লাভ পার্টনারের কথায় কষ্ট পেতে পারেন। ছাত্রছাত্রীরা নিজের লক্ষ্যে স্থির থাকতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৩।