মেষ রাশি – ভাই বোনের দিকে বিশেষ নজর দিতে চেষ্টা করুন। বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভ পাবেন। যেকোনো কাজে আজ সফলতা আসবে। পার্টনারশিপ বিজনেসে বড় কিছু ভাবতে চেষ্টা করুন।
কাজের জায়গায় আপনার পারফরমেন্স দেখে বস বা আধিকারিক আপনার কাজে সন্তুষ্ট হবেন। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আজ আপনার প্রভাব অন্যদের উপর পড়বে।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে সম্পর্ক মজবুত হবে। পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্রাভেল করতে হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৪।
বৃষ রাশি – সম্প্রতি ক্রয় বিক্রয়ের দিকে বিশেষ নজর দিন। ব্যবসায় নিজে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করতে চেষ্টা করুন। কাজের জায়গায় আপনার আশপাশের ইনভারমেন্ট পজেটিভ রাখার চেষ্টা করুন।
যারা কোন প্রকার কাজ খুঁজছেন তারা লাভ পাবেন। পরিবারের কোনো সমস্যার সমাধান করতে পারবেন আপনি। ইনকামের নতুন কোন উৎস খুঁজে পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৩।
মিথুন রাশি – আপনার মনকে শান্ত করতে চেষ্টা করুন। আজ অকারণ ভয় পেতে পারেন। ব্যবসায় আজ কিছু পরিবর্তন করতে চেষ্টা করুন। কাজের জায়গায় আপনাকে অলসতা ত্যাগ করতে হবে।
ছাত্রছাত্রীরা কমিউনিকেশন মজবুত করতে চেষ্টা করে। পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। আজ কাউকে কোন কথা দিলে সেই কথা রাখতে চেষ্টা করুন। আজ আপনার জন্যে শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ২।