মেষ রাশি – ব্যবসায় আজ মার্কেটিং এর উপর বিশেষ জোর দিন। কাজের জায়গায় মন খারাপের মতো কোনো খবর পেতে পারেন আপনি। স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ভাইরাল ফিবার বা জ্বর দেখা দিতে পারে। পরিবারে ভুল বুঝাবুঝি, বাড়তে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে সময় কাটাতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৪।
বৃষ রাশি – দাম্পত্য জীবনে জীবন সাথী বা লাভ লাইফ লাইফে লাভ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ব্যবসায় ইনকাম বাড়াতে চেষ্টা করুন। কোথাও কাজের জন্য আবেদন করা আজ শুভ হবে। স্বাস্থ্য নিয়ে দিনটি ঠিকঠাক থাকবে বলা যায়। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে দিনটি ভালো থাকবে। রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হল বেগুনি এবং শুভ সংখ্যা হল ২।
মিথুন রাশি – আজ খরচ কমাতে চেষ্টা করুন। অহেতুক খরচ করতে যাবেন না। ইনকাম বাড়াতে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। ব্যবসায় আপনাকে অতিরিক্ত প্রয়াস করতে হবে। কাজের জায়গায় কোন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। জয়েন্ট পেইন দেখা দিতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করতে পারেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৩।