মেষ রাশি – ব্যবসায় ভালো ফল পাবেন আপনি। কাজের জায়গায় কেবলমাত্র নিজের কাজ করার দিকে বিশেষ নজর দিন। অন্যরা কে কি করলো সেদিকে নজর দেওয়ার প্রয়োজন নেই।
পরিবারের কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভালো সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৫।
বৃষ রাশি – ব্যবসায় দিনটি গতানুগতিক থাকবে। নতুন গ্রাহক পেতে নতুন স্ট্রাটেজি মেনে চলুন। কাজের যায়গায় টিম লিডার হিসেবে কাজ করতে পারবেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে সময় ভালো থাকবে। তবে গলার কোন সমস্যা দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বাড়বে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।
মিথুন রাশি – আচমকা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অটোমোবাইল, ফ্রিল্যান্সার, আইটি প্রফেশনাল, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি ব্যবসায় যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন। কাজের জায়গায় ঠান্ডা মাথায় কাজ শেষ করতে চেষ্টা করুন।
জীবন সাথী বা লাভ পার্টনারের কোন কথায় রাগ হতে পারে। পরিবারে খুশির বাতাবরণ থাকবে। গ্যাসের সমস্যা, এসিডিটি ইত্যাদি দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৯।