মেষ রাশি – ব্যবসায় দিনটি প্রতিকূল থাকবে। কাজের জায়গায় হার্ডওয়ার এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে। তবে কাজের জায়গায় স্যালারি বৃদ্ধি, পদোন্নতি, ট্রান্সফার ইত্যাদি নিয়ে কোন কথা বলতে যাবেন না।
সামাজিক ক্ষেত্রে কোন নতুন কাজ শুরু করতে চাইলে তার জন্য দিনটি ভালো। শারীরিক কোন অসুস্থতা থাকলে তা কিছুটা কমবে। রিলেশনশিপে সম্পর্ক মজবুত হবে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
বৃষ রাশি – আজ খরচ বাড়তে পারে। আজ গুরুত্বপূর্ণ নথি বা অর্থ সামলে রাখতে চেষ্টা করুন। কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করতে যাবেন না। কাজের জায়গায় বিরোধীরা কিছু সমস্যা তৈরি করতে পারে।
কাজের জায়গায় আপনার কোন ভুল সকলের সামনে চলে আসতে পারে। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে ভুল বোঝাবুঝি হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হল সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।
মিথুন রাশি – ছোট বা বড় ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে আপনাকে। ব্যবসায় নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে চেষ্টা করুন। আজ কাউকে অ্যাডভান্স টাকা দেবেন না।
কাজের জায়গায় কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ড্রাইভ করার সময় সচেতন থাকুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে পুরনো কথা আপনার মনে পড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৮।