মেষ রাশি – আজ নতুন নতুন জিনিস জানার বা শেখার বা শেখার চেষ্টা করুন। কাজের জায়গায় উৎসাহ বজায় রাখতে হবে আপনাকে। ব্যবসায় ইনকাম বাড়াতে বিশেষ প্রয়াস করুন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে আজ ইমোশনাল হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে আজ। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৮।
বৃষ রাশি – বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। যারা খাদ্য, পানীয়, হোটেল, রেস্তোরা, স্পা, সেলুন, জিম ইত্যাদির ব্যবসা করেন বা কাজ করেন তারা লাভ পাবেন। কাজের জায়গায় কোন কাজে হঠাৎ বাধা আসতে পারে।
যাদের বা কোলেস্টেরল বা হার্টের সমস্যা রয়েছে তারা সচেতন থাকুন। অফিসিয়াল বা আন অফিসিয়াল কারণে ট্রাভেল করতে হতে পারে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৭।
মিথুন রাশি – আজ সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ব্যবসা বাড়াতে ডিজিটাল মিডিয়ার সাহায্য নিন। কাজের জায়গায় কোনও কাজে পরিবর্তণ আনতে চেষ্টা করুন।
পরিবারের সকলের সঙ্গে মতের মিল যাতে হয় সেই চেষ্টা করতে হবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৫।