মেষ রাশি – ব্যবসায় দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। ব্যবসায় কোন সমস্যা আসতে পারে। কাজের জায়গায় মন বসাতে সমস্যা হবে। কাজের জায়গায় কোন বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে দিনটি প্রতিকূল থাকবে।
এলার্জি বা জ্বর জনিত সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা হল 7।
বৃষ রাশি – আজ মনে উৎসাহ থাকবে। ব্যবসায় আত্মবিশ্লেষণের মাধ্যমে লাভ পাবেন। দৈনন্দিন খরচে বৃদ্ধি পেতে পারে। বুঝে শুনে খরচ করুন। কাজের জায়গায় অযথা সময় নষ্ট না করে প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করুন।
মান সম্মান বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে দিনটি ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।
মিথুন রাশি – ব্যবসায় কিছু পরিবর্তন করতে পারেন। কাজের জায়গায় লাভ পাবেন। কাজের ক্ষেত্রে মান সম্মান বাড়বে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। পারিবারিক মহল কিছুটা পরিবর্তিত মনে হতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে অকারণ ঝামেলা হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল 6।