মেষ রাশি – আচমকা আর্থিক লাভের যোগ রয়েছে। কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ব্যবসায় লাভ পাবেন আপনি। ব্যবসায় নতুন গ্রাহক পাবেন। সন্তানের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে আপনাকে। স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হল নীল এবং শুভ রং হলো ৩।
বৃষ রাশি – পারিবারিক সুখ-সুবিধায় যাতে কোন ঘাটতি না হয় সেদিকে নজর দিন। কাজের জায়গায় আজ কমিউনিকেশন ভালো রাখতে হবে আপনাকে। তবে ব্যবসায় অলসতা ত্যাগ করতে হবে।
অন্যথায় কোন অর্ডার ক্যানসেল হতে পারে। ছাত্র-ছাত্রীদের চিন্তা বাড়তে পারে আজ। আজ কোন কারনে খরচ বাড়তে পারে আপনার। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ১।
মিথুন রাশি – কাজের জায়গায় বস বা আধিকারিকদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেষ্টা করুন। ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজ কোন সমস্যা আসতে পারে আর্থিকভাবে।
বিনিয়োগ করতে যাওয়া ঠিক হবে না। অনাবশক খরচ করা থেকে দূরে থাকতে হবে আপনাকে। লিভার বা কিডনি জনিত সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হল সাদা এবং শুভ সংখ্যা হল ৩।