মেষ রাশি (Aries Ajker Rashifal) – ব্যবসায় লাভ পাবেন। বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভবান হবেন। কোন গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন। কাজের জায়গায় নতুন কোন কাজের অফার পেতে পারেন।
পার্সোনাল ও প্রফেশনাল কাজে সফলতা আসবে। জীবন সাথী ও পার্টনারের সঙ্গে বন্ডিং মজবুত থাকবে। আজ আপনার জন্য শুভ রং হল অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৬।
বৃষ রাশি (Taurus Daily Horoscope) – আজ মন শান্ত থাকবে। কাজের জায়গায় নতুন কোন দায়িত্ব আপনি পেতে পারেন। ইনকামের নতুন সোর্স জেনারেট হতে পারে।
লাভ পার্টনার ও লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে। আজ নতুন কিছু শিখতে পারেন। পরিবারে কারো সঙ্গে মতভেদ থাকলে তা ঠিক করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৯।
মিথুন রাশি (Gemini Rashifal) – আজ কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করতে যাবেন না। কোন কিছু স্বাক্ষর করার পূর্বে ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করুন। কাজের জায়গায় নিজের রাগের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন।
আজ আর্থিকভাবে কোন লোকসান হওয়ার সম্ভাবনাও রয়েছে। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। জীবন সাথী ও লাভ পার্টনারের সঙ্গে শান্ত ব্যবহার করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ১।