মেষ রাশি (Aries Horoscope) – আজ সাহসে বৃদ্ধি হবে। মনে রাখার ক্ষমতা বাড়বে। অলসতা ত্যাগ করতে চেষ্টা করুন। কাজের জায়গায় বস বা আধিকারিক কে আপনার কথা বোঝাতে পারবেন। ব্যবসায় কোন ভালো স্কিল কে কাজে লাগিয়ে লাভ পাবেন।
ছাত্রছাত্রীরা ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজ কারো থেকে কোন উপহার যেমন পেতে পারেন তেমনি আপনার কথায় কেউ কষ্টও পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা হল ৬।
বৃষ রাশি (Taurus Ajker Rashifal) – আজ ইনকাম কিভাবে বেশি করা যায় সেদিকে নজর দিন। কিভাবে বেশি সেভিংস করবেন সেটা ভেবে দেখার চেষ্টা করুন। খরচ কম করার চেষ্টা করুন।
কাজের জায়গায় অলসতা দূর করতে হবে আপনাকে। কাজের জায়গায় আজ এক্সট্রা টাইম আপনাকে দিতে হতে পারে। আপনার কমেন্টমেন্ট ফেল হতে পারে। ব্যবসায় দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
ছাত্রছাত্রীরা নেগেটিভ চিন্তাভাবনা করা থেকে দূরে থাকুন। লাভ পার্টনার এবং লাইফ পার্টনারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনাকে। অন্যথায় বাদ বিবাদ হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৩।