মেষ রাশি – আজ রাজনৈতিক উন্নতি হবে। জারা সামাজিক ক্ষেত্রে কাজ ক্রেন তারা লাভ পাবেন। নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অনলাইন বা অফলাইন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
ইনকামের নতুন কোন উৎস খুঁজে পেতে পারেন। আজ কোথাও কাজের জন্য আবেদন করতে চাইলে করতে পারেন। বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভ পাবেন। কারোর সঙ্গে মতভেদ থাকলে দূর করতে পারবেন।
আজ খরচ বাড়বে। আজ আপনার জন্য শুভ রঙ লাল এবং শুভ সংখ্যা হল ২।
বৃষ রাশি – আজ দিনটি মিশ্র প্রকৃতির থাকবে। ব্যবসায় কোন ঘাটতি থাকলে তার ভরপাই করতে পারবেন। ব্যবসায় লাভ পাবেন। আজ টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন। আগের করা বিনিয়োগের মাধ্যমে লাভ পাবেন।
পরিবারের সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে সময় ভালো থাকবে। ট্রাভেল করার সুযোগ পেতে পারেন। ম্যানেজমেন্ট এবং আইন নিয়ে যারা পড়াশোনা করছেন তারা লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো কালো এবং শুভ সংখ্যা হল ৫।