কুম্ভ রাশি: মনের মধ্যে আজ উদ্বেগ চিন্তা ভয় কাজ করতে পারে। আজ আপনার মন কিছুটা হলেও আশান্ত থাকতে পারে। অজ্ঞাত কোনও বিষয় নিয়ে আজ আপনি ভিত থাকতে পারেন। সামাজিক এবং রাজনৈতিক স্তরে আজ কিছু সমস্যা আসতে পারে।
ব্যবসা: পরাক্রম এবং ধ্রুব যোগের ফলে বিদেশী ক্লায়েন্ট এমনকি অন্য শহর গঞ্জ বা অন্য রাজ্যের ক্রেতা পেতে পারেন। তা থেকে আপনি লাভ পাবেন। ব্যবসায় আজ আপনার আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। আপনার নতুন পরিচয় তৈরি হবে।
চাকরি: কাজের জায়গায় নতুন দায়িত্ব পাওয়ার ফলে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। এবং স্মার্ট ওয়ার্ক করে আপনি জলদি ফ্রি হয়ে যাবেন। যাতে আপনি বাকি সময়টা নিজের মতো করে কাটাতে পারেন নিজের শখ মেটাতে পারেন সে দিকে নজর দিন।
পরিবার: পরিবারের সঙ্গে আজ ভ্রমণ করার সুযোগ আসবে। আজ আপনার বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। এমনকি আপনারাও তাঁদের বাড়ি যেতে পারেন। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর মধ্যে মধুরতা আসবে।
শিক্ষা: ছাত্রছাত্রী খেলোয়াড় এবং শিল্পীরা আজ জেনে নিন দিনটি আপনার জন্য়ই। আজ প্রচুর পরিশ্রম করুন। তাহলেই সাফল্য পাবেন।
স্বাস্থ্য: স্বাস্থ্য ঠিক থাকবে। অনিয়ম করবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।