কুম্ভ রাশি (Aquarius) – ব্যবসার কাজ সঠিক প্ল্যান করে করুন। আর্থিক ব্যাপারে সজাগ থাকুন। আলস্য এবং কাজের প্রতি অমনোযোগ আপনার জন্যে ক্ষতি ডেকে আনবে। পরিচিত কাজে লাগিয়ে নতুন সুযোগ আনতে পারবেন।
আপনার ব্যবসার ইমেজ উন্নত করতে পারবেন। বৃহস্পতির আশীর্বাদে ধীর গতিতে চলা ব্যবসায় গতি ফিরিয়ে আনতে পারবেন। নতুন কাজ শুরুর ক্ষেত্রে অনেক নেগেটিভ লোকজনের ভাবনার দ্বারা প্রভাবিত হতে পারেন।
ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট ইমপোর্ট বা মিডিয়ার লোকজনের আর্থিক সমস্যা হতে পারে। যদিও টাকার জন্যে কাজ আটকে যাবেনা। তবে আইনি জটিলতা এড়াতে সচেতন থাকুন।
মাসের শেষ সপ্তাহে বুধের বক্রি হওয়ার কারণে বিনিয়োগ করলে লোকসান হতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকুন। চাকুরিজীবীরা কাজে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পেতে পারেন।
ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডিজাইনার, ফ্রিল্যান্সার, মিডিয়া ইত্যাদি কাজে নতুন ক্লায়েন্ট পাবেন। অফিসে সবার সাথে সুসম্পর্ক থাকবে। আপনার কাজের দ্বারা বসকে খুশি করতে পারবেন।
পরিবারে খুশির বাতাবরণ থাকবে। নতুন সদস্যের আগমন হতে পারে। লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। পৈতৃক সম্পত্তির বিবাদের মীমাংসা হতে পারে। অশুভ তারিখ – ১,২,৯,১০,১১,১৯,২০,২১,২৮,২৯।অশুভ তারিখ – ১,২,৯,১০,১১,১৯,২০,২১,২৮,২৯।