কুম্ভ রাশি (Aquarius ajker rashifal) – কাজের জায়গায় বস বা আধিকারিকদের সাহায্য পেতে পারেন আপনি। কাজের জায়গায় উন্নতি করতে পারবেন। আটকে থাকা কাজ শেষ হবে।
কোন লোন থেকে থাকলে তা শোধ দেওয়ার চেষ্টা করুন। ছাত্রছাত্রীরা নিজেদের বন্ধু-বান্ধব চয়নের সময় সতর্ক থাকুন। পরিবারে বাদ বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে।
স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনার জন্য শুভ রঙ সাদা এবং শুভ সংখ্যা হল ৩।
মীন রাশি (Pisces Horoscope) – আজ আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় সময়ের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করুন। কাজের জায়গায় উন্নতি হবে। স্যালারি বৃদ্ধি, প্রমোশন ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন।
ব্যবসায় নতুন কোন ডিল করার সময় সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীরা আজ অকারণ ভয় পেতে পারেন। স্বাস্থ্য আজ ভালো থাকবে বলা যায়। ট্রাভেল করতে পারেন আপনি। আজ আপনার জন্য শুভ রং হলো কালো এবং শুভ সংখ্যা হল ৮।