1কুম্ভ রাশির আজকের রাশিফল
কুম্ভ রাশি (Aquarius Ajker Rashifal): আজ ভাল কাজ করে আপনার ভাগ্য এবং দিন দুইই উজ্জ্বল হবে। খরচের উপর লাগাম লাগানো খুব প্রয়োজন।আজ আপনার নিজের রুটিন কিছুটা পরিবর্তন করার প্রয়োজন আছে।
ব্যবসা: চিকিৎসা সংক্রান্ত যে কোনও রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যাঁরা তাঁদের জন্য দিন বেশ ভাল। আপনার কাজ করার ইচ্ছা বেশ ভাল থাকবে। এবং তার ফল আপনি আর্থিক দিক থেকেও পাবেন।
চাকরি: কাজের জায়গায় আজ আপনার আইডিয়া অন্যদের বেশ মনে ধরবে। মান সম্মান পদ পাবেন আজ আপনি সামাজিক স্তরেও। আজ সব বিষয়ে আপনি পেশাদার মানসিকতা নিয়ে ডিল করুন। নিজের ক্ষমতার ব্যবহার করুন ভেবে চিন্তে সঠিক পথে। বসের কাজে কোনও আইডিয়া শেয়ার করে প্রশংসা পেতে পারেন।
পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজ কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। তাই আগের থেকে সতর্ক থাকুন। কথাবার্তা সংযত ভাবে বলুন। পরিবারে আজ যতটা মৌন থাকবেন ততই ভাল।
শিক্ষা: পরিবারের থেকে দূরে যে স্টুটেন্ডরা আছেন তাঁদের আজ বাড়ির কথা মনে পড়বে। মন খারাপ হবে। তাই আগের থেকে মানসিক প্রস্তুতি রাখুন।
স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের উপর আজ ভালই থাকবে। চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ এবং বেঁধে দেওয়া নিয়মের মধ্যে থেকেই চলতে। আজ আপনার জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা ১।