1কুম্ভ রাশির আজকের রাশিফল
কুম্ভ রাশি (Aquarius Rashifal) : আজ পেশাদার বা ব্যবসাদারের মতো করে সব কিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। তবেই আপনার পেশা এবং ব্যক্তিগত জীবনে গতি আসবে।
ব্যবসা: বিল্ডিং মেটিরিয়াল কনস্ট্রাকশন ব্যবসা বা সম্পত্তি কেনা বেচা মাইনিং অথবা মেশিনারির মতো ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা তাঁরা আজ আরও বেশি করে প্রয়াস করুন। আপনার অতিরিক্ত প্রয়াস আপনাকে অন্যদের থেকে আজ একটু হলেও এগিয়ে দেবে। নতুন মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন ভাবে নতুন প্রযুক্ত এনে আজ আপনি আয়ের নতুন রাস্তা খুলে দিতে পারবেন।
চাকরি: কাজের জায়গায় নিজের যোগ্যতার কথা মাথায় রেখে আরও ভাল ভাবে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন। আপনার আচরণ ভাল হওয়া আজ খুব জরুরি।
পরিবার: সম্পর্ককে সময় দিন। তবেই সম্পর্ক মজুবত হবে। সে সম্পর্ক প্রেমের দাম্পত্য বা পরিবারের অন্য যে কোনও সম্পর্ক হতে পারে। আজ আপনি এমন কোনও প্রমিস করে বসতে পারেন কাউকে যা পরে নিজেই ভুলে যেতে পারেন। তাই কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে তা ভাল করে ভেবে নিন। পরিবারে কারোর সঙ্গে আজ আপনার লড়াই ঝগড়া হতে পারে। তাই আজ যে কোনও কথা বলার আগে তা নিয়ে চিন্তা করে নিন।
শিক্ষা: পরীক্ষা নিয়ে অযথা দুঃশ্চিন্তা না করে কাজের দিকে মন দিন। অর্থাৎ ফলের চিন্তা না করে আজ কর্ম করে যান। তবেই সাফল্য আসবে। আপনার মাথায় আজ অন্যদের জন্য কিছু আইডিয়া আসতে পারে। তবে কেউ না চাইলে তা দিতে যাবেন না।
স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে আজ বাস্তব সম্মত চিন্তা ভাবনা করে চলুন। শরীর কী করলে খারাপ হতে পারে তা আপনিও জানেন। তাই সে কাজ আজ করবেন না।
আজ আপনার জন্য শুভ রং হল হাল্কা হলুদ শুভ সংখ্যা ২ এবং ইংরেজির E অক্ষরটি আপনার জন্য শুভ ফল দেবে।