কুম্ভ ও মীন রাশির আজকের রাশিফল ১ সেপ্টেম্বর

Aquarius and Pisces Today Rashifal in Bnegali 3 December 2023

1কুম্ভ রাশির আজকের রাশিফল

কুম্ভ রাশি (Aquarius Ajker Rashifal): আজ টাকায় টাকা কামানোর সুযোগ পাবেন আপনি। আজ জমি জায়গায় বা সম্পত্তির ভাল ডিল পাবেন।

ব্যবসা: পারিবারিক ব্যবসায় আজ অনেক দিন পর আপনি কোনও দায়িত্ব পেতে পারেন। এবং তা আপনি বেশ ভাল ভাবে পালন করতে পারবেন। 

চাকরি: কাজের জায়গায় আজ আপনি পুরনো কাজ শেষ করার চেষ্টা করুন। এবং কররার জন্য আপনি নতুন কোনও পন্থা অবলম্বন করতে পারেন। 

পরিবার: পরিবারে বড়দের কথা অনুসরম করুন। বড়দের সামনে নিজে বেশি বড় হওয়ার চেষ্টা করবেন না। কারণ তাঁরাই আপনাকে বড় করে তুলেছে। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর কোনও কথা আপনাকে চমকে দিতে পারে। 

শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা আজ আপনি নিজের তৈরি কোনও জালে ফেঁসে যেতে পারেন। তাই আগের থেকে সতর্ক থাকবেন। 

স্বাস্থ্য: গাঁঠের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে। তাই পারলে আগে থেকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি রাখুন।

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here