কুম্ভ রাশি (Aquarius ajker rashifal) – আজ সাহসে বৃদ্ধি পাবে। কাজের জায়গায় লাভ পাবেন আপনি। খাদ্য, পানীয়, হোটেল, রেস্তোরা, স্পা, সেলুন, জিম, ফ্যাশন ইত্যাদি ব্যবসায় লাভ পাবেন।
কাজের জায়গায় স্যালারি বৃদ্ধি পেতে পারে। আজ আপনার ব্যবহারে মিষ্ট ভাব বজায় রাখতে চেষ্টা করুন। যাদের ডায়াবেটিস রয়েছে বা হাইপার টেনশন রয়েছে তাদের জন্য দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনি লাভ পাবেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে পুরনো কথা নিয়ে আলোচনা করতে যাবেন না। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ১।
মীন রাশি (Pisces) – আজ দায়িত্ব পালন করতে চেষ্টা করুন। ব্যবসায় দীর্ঘমেয়াদি স্ট্র্যাটিজি বানাতে চেষ্টা করুন। কাজের জায়গায় টিম ওয়ার্ক করতে হবে আপনাকে। সামাজিক ক্ষেত্রে পজেটিভ থাকার চেষ্টা করুন।
ছাত্রছাত্রীরা হেলদি কম্পিটিশন করতে পারবেন। পরিবারে কোনো প্রতিকূলতা আসতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৭।