কুম্ভ ও মীন রাশির ওপর মঙ্গল পরিবর্তনের প্রভাব (18 Aug to 3 Oct)

Aquarius and Pisces Mars Transit from 18 August to 3 October

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

কুম্ভ রাশি (Effects of Mars Transit on Aquarius) – মঙ্গল আপনার ক্ষেত্রে অষ্টম ঘরে অবস্থান করবে। গাড়ি ঠিক করে চালানোর চেষ্টা করুন। পুরনো কোন রোগের প্রকোপ বাড়তে পারে। পরিবারে কোন শোক সংবাদ পেতে পারেন।

ছাত্রছাত্রীরা ওভার কনফিডেন্ট হতে যাবেন না। কাজের জায়গায় নিজের শক্তি প্রদর্শন করতে চেষ্টা করুন। নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। বিনিয়োগ করতে পারলে লাভ পাবেন। ট্রাভেল করার ক্ষেত্রে ওভার স্পিডে গাড়ি চালাবেন না।

ব্যবসায়ী ভাগ্যের উপর ভরসা করে বসে থাকতে যাবেন না। ট্রাভেল করার মাধ্যমে লাভ পাবেন। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে বা ব্যবসায় কম লাভের জন্য বড় কোন কম্প্রোমাইজ করতে যাবেন না। রাগ কন্ট্রোল করতে চেষ্টা করুন।

মীন রাশি (Effects of Mars Transit on Pisces) – আজ অহংকার করা থেকে দূরে থাকুন। জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে এমন কোন ব্যবহার করতে যাবেন না যাতে সে মনে আঘাত পায়। কাজের জায়গায় শান্ত থাকতে হবে আপনাকে।

জীবন সাথী লাভ পার্টনারের উপর আপনার মতামত চাপিয়ে দেবেন না। কাজের জায়গায় কোন সুযোগ পাবেন। পজিটিভ থাকার মাধ্যমে লাভ পাবেন আপনি। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here