কুম্ভ রাশি – কিভাবে ইনকাম বাড়ানো যায় সেদিকে নজর দিন। কিভাবে খরচ কমানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা করুন। ব্যবসায় আজ আইনিভাবে সতর্ক থাকতে হবে আপনাকে।
যারা কোন প্রকার কাজের সন্ধান করছেন তারা চেষ্টা করুন নিজেদের স্কিল বাড়াতে। নতুন কোন কাজের অফার পেতে পারেন। কাজের জায়গায় ট্রান্সফার, পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে।
আপনার জ্ঞান বৃদ্ধির যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। আজ ট্রাভেল করতে হতে পারে। আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।
মীন রাশি – মনকে শান্ত রাখার চেষ্টা করুন। আজ মৌন থাকতে পারলে লাভ পাবেন। আজ সমস্ত কাজ খুশি থেকে করতে হবে আপনাকে। কাজের জায়গায় সিনিয়র, কলিগ, বস সকলের সঙ্গে যাতে মনের মিল হয় সেদিকে নজর দিন।
পরিবারে কারোর স্বাস্থ্যে উন্নতি হতে পারে। কাজের জায়গায় আপনার কাজের ধরনে অনেকে আকৃষ্ট হতে পারে। যার কোন প্রকার চাকরির সন্ধান করছেন তাদের জন্য দিনটি ভালো থাকবে। আজ ট্রাভেল করলে লাভ পাবেন। আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ৩।