আজ সকাল ৭টা ৬ পর্যন্ত পূর্ণিমা তিথি এবং তারপর প্রতিপদ তিথি থাকবে। আজ বিকেল ৫টা ৪৫ পর্যন্ত শতভিষা এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে।
আজও শনি এবং চন্দ্রের বিষ দোষ থাকবে। চন্দ্র আজ কুম্ভ রাশিতে অবস্থান করবে। কোনও শুভ কাজ করতে চাইলে দুইবার শুভ সময় পাবেন। সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রথম শুভ সময় থাকবে।
আবার বিকেল ৫টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শুভ সময় থাকবে। এই দুই সময়ে যেকোনো শুভ কাজ করতে পারেন আপনি।
আজ রাহুকাল থাকবে দুপুর ১টা ৩০ থেক বিকেল ৩টা পর্যন্ত। এই সময়ে শুভ কাজ করতে যাবেন না। আসুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কেমন থাকবে আপনার। –