Ajker Rashifal – আজ দুপুর ১টা ৪৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী এবং তারপর সপ্তমী তিথি থাকবে। আজ রাত ১০টা ১৩ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র এবং তারপর চিত্রা নক্ষত্র থাকবে।
চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতে অবস্থান করবে। আজ কোনও শুভ কাজ করতে চাইলে তার জন্যে দুই বার শুভ সময় পাবেন। প্রথম শুভ সময় থাকবে ১০টা ১৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত।
আবার দ্বিতীয় বার শুভ সময় থাকবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দুই সময়ে কোনও শুভ কাজ করতে চাইলে করা যেতে পারে।
আবার সকাল ৭টা ৩০ থেকে সকাল ৯টা রাহুকাল থাকবে। এই সময়ের মধ্যে কোনও শুভ কাজ করতে যাবেন না। আসুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কেমন থাকবে। –