আজ সারাদিন প্রতিপদ তিথি থাকবে। আজ সন্ধ্যে ৬টা বেজে ১৩ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র এবং তারপর স্বাতী নক্ষত্র থাকবে। চন্দ্র আজ তুলা রাশিতে থাকবে।
আজ চন্দ্র ও কেতুর গ্রহণ দোষ থাকবে। কোন শুভ কাজ করার জন্য আজ দুইবার শুভ সময় পাবেন আপনি। প্রথম শুভ সময় থাকছে সকাল ১০টা ১৫ থেকে সকাল ১২ টা ১৫ পর্যন্ত।
আবার দ্বিতীয় বার শুভ সময় থাকছে দুপুর ২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত। এই দুই সময়ে আপনি শুভ কাজ করে ফেলতে পারেন। আজ রাহু কাল থাকবে সন্ধ্যা 4:30 থেকে সন্ধে ৬ টা পর্যন্ত।
রাহু কাল চলাকালীন সময়ে কোন শুভ কাজ করতে যাবেন না। আসুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল আপনার কেমন থাকবে –