আজ রাত ৯টা ২৯ পর্যন্ত একাদশি তিথি থাকবে এবং তারপর দ্বাদশী তিথি থাকবে। আজ বিকেল ৫টা ৭ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র এবং তারপর পুস্যা নক্ষত্র ছিল।
আজ সকাল ১০টা ২৫ পর্যন্ত মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করাবে। আজ দুইবার শুভ সময় পাবেন আপনি। প্রথম শুভ সময় থাকছে – সকাল ১০টা ১৫ থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
আবার দুপুর ২থেকে বিকেল ৩টা পর্যন্ত শুভ সময় থাকবে। এই দুই সময়ে শুভ কাজ করা ফেলতে পারেন। আজ রাহুকাল থাকবে বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই সময়ে শুভ কাজ করতে আবে না।