সকাল ৯:৪২ পর্যন্ত দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া তিথি থাকবে। আজ সন্ধ্যে ৭ টা ১৮ পর্যন্ত অশ্বিনী নক্ষত্র এবং তারপর ভরনী নক্ষত্র থাকবে। আজ রাহু এবং চন্দ্রের গ্রহণ দোষ থাকবে।
আজ চন্দ্র মেষ রাশিতে থাকছে। কোন শুভ কাজ করতে চাইলে দুইবার শুভ সময় থাকবে। প্রথম শুভ সময় থাকছে সকাল ১০:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত। দ্বিতীয়বার শুভ সময় থাকছে দুপুর দুটো থেকে দুপুর তিনটে পর্যন্ত।
এই দুই সময় যে কোন শুভ কাজ সম্পন্ন করে ফেলতে পারেন। আজ রাহুকাল থাকছে বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই রাহুকাল চলাকালীন সময়ে কোন শুভ কাজ করতে যাবেন না।